তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান
(Bangladesh vs Pakistan T20 Series)
(bangladesh vs pakistan 2021)
মিরপুরে বাংলাদেশের দেওয়া 128 রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তান 4 বল হাতে রেখেই 4 উইকেট থাকতেই জিতে নেয় বাবর আজম এর দল।(Babar Azam's side won the toss and elected to bat. Pakistan won the toss and elected to bat.)
(Bangladesh 127/7 vs Pakistan 132/6 | Pakistan won by 4 wickets)
3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি প্রেসার হাসান আলী আর এই ম্যাচের মাধ্যমে 4 সিরিজ পর বাংলাদেশের মাঠে ফিরেছে দর্শকরা।(Pakistani pressure Hasan Ali was the best with 3 wickets and the spectators returned to Bangladesh after 4 series through this match.)
(bangladesh vs pakistan highlights)
বোলিং তান্ডব (Bowling ordeal)
128 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজের দুর্ধর্ষ বোলিং এ আউট হয়ে যান মোহাম্মদ রেজওয়ান
বাবর আজমকেও স্থায়ী হতে দেননি তাসকিন আহমেদ
আর হায়দার আলীকে খাতা খোলার আগে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরান শেখ মেহেদী হাসান।
(Chasing the target of 128 runs, Mohammad Rezwan was bowled out by Mostafiz
Taskin Ahmed did not allow Babar Azam to stay
And Sheikh Mehdi Hasan returned Bangladesh to the match by returning Haider Ali before opening the book.)
ভালো ফিল্ডিং (Good fielding)
সুহানের বুদ্ধিবৃত্তিক ফিল্ডিং-এ শোয়েব মালিক ফিরলে স্কোরবোর্ডে রান সংগ্রহ দাঁড়ায় 24 রানে 3 উইকেট(Shoaib Malik returns to Suhan's intellectual fielding to score 3 for 24)
ভালো বেটিং (ভালো বেটিং )
তবে স্রোতের বিপরীত দলকে সামলান ফখর জামান আর খুশদিল শার ব্যাটিং এ ম্যাচ ঘুরে যায়। তাদের 50 বলে 56 রানের জুটি বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন করে তোলে। তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন 36 বলে 35 করা ফখর জামান।
35 রান করা খুশদীলকে ফিরিয়ে লড়াই করার ব্যাবস্থা করেন শরিফুল ইসলাম
তবে শাদাব খান আর নওয়াজ এর ব্যাটিং তান্ডব শেষরক্ষা হয়নি বাংলাদেশের।
(However, Fakhar Zaman and Khushdil Shar managed to control the opposing team. Their 56 off 50 balls made the match difficult for Bangladesh. Fakhar Zaman, who hit 35 off 36 balls, became Taskin's second victim
Shariful Islam managed to fight back Khushdil who scored 35 runs
However, the batting frenzy of Shadab Khan and Nawaz did not save Bangladesh)
বাংলাদেশ ব্যাটিং অর্ডার (Bangladesh batting order)
এর আগে ভাগ্যবদলের নতুন শুরুতে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং এ নামে বাংলাদেশ।
আস্থার প্রতিদান দিতে পারেনি নাঈম শেখের সঙ্গে নতুন রিক্রুট সাইফ হাসান আর নাজমুল সান্ত ।
বড় রান তুলতেই 3 উইকেটের দল বাংলাদেশ এত পরিবর্তনের পরও টপ অর্ডারে আসেনি কোনো সাফল্য।
এবার মাহমুদুল্লাহ দিতে পারেনি তার আস্থার প্রতিদান তবে আফিফ হাসান বিপর্যয় সামাল দেন করেন 34বলে 36 রান।
এর পর হাল ধরেন শেখ মেহেদী নুরুল বিপ্লব আর তাসকিনের সাথে জুটি গড়ে দলকে লড়াকু স্কোর এনে দেন শেখ মেহেদী।
তার অপরাজিত 30 রানের উপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে 127 রান
(Earlier, Bangladesh won the toss and elected to bat against Pakistan in Mirpur.
New recruits Saif Hasan and Nazmul Sant with Naeem Sheikh could not repay the trust.
Bangladesh, a team of 3 wickets to make a big run, did not come to the top order even after so many changes.
This time Mahmudullah could not repay his confidence but Afif Hasan handled the disaster with 36 runs off 34 balls.
After that, Sheikh Mehedi took the helm by teaming up with Nurul Biplob and Taskin and Sheikh Mehedi brought a fighting score to the team.
Bangladesh scored 127 runs on his unbeaten 30 runs)
তবে দিন শেষে জয়টা অধরাই থেকে গেল বাংলাদেশের। (However, at the end of the day, the victory of Bangladesh remained elusive)
0 Comments