Header Ads Widget

এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা 2021 (SSC porikhar fol porkash)

 এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা 2021 

Announce the date of publication of results of SSC equivalent examination


এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা (SSC porikhar fol porkash)

সোমবার ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এসএসসি ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে।

১৪ নভেম্বর থেকে শুরু হয় সারাদেশের এসেছি সমান পরীক্ষা। এ পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয় সাড়ে ১১ টায় শেষ হয়। 

এবারের পরীক্ষায় অংশ নেন মোট শিক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এ সংখ্যা গত বছর ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এই হিসাবে এবারে পরীক্ষার্থী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।


এসএসসি পরীক্ষার ফল প্ৰকাশ  SSC porikhar fol porkash

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।



করোনাকালীন এই পরীক্ষা ব্যবস্থা ছিল সুন্দর এবং জাঁকজমকপূর্ণ। যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল বাড়তি সর্তকতা। করোনাকালীন বিধি-নিষেধ মেনে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রেখে শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ করানো হয়।


এছাড়াও বাংলাদেশ ছাড়া অন্য আটটি দেশের ৪২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দেশের বাইরে নয়টি কেন্দ্র ছিল এই কেন্দ্রগুলো হলো রিয়াদ, জেদ্দা, দোহা, ত্রিপোলি, দুবাই, আবুধাবি, ওমান, বাহারাইন ও গ্রিসের এথেন্স।

On Monday, December 20, sources in the Ministry of Education said that the SSC has announced the date of publication of the results.


The equivalent examination has come from all over the country starting from 14th November. The test starts at 10 am and ends at 11:30 am.

A total of 22 lakh 26 thousand 113 students took part in this examination. This number was 20 lakh 46 thousand 69 people last year. As a result, this time the number of candidates increased to 1 lakh 89 thousand 334 people.


The Ministry of Education has announced the release date of Secondary School Certificate SSC equivalent examination results. The test results may be released between 23rd and 26th December.


During the Coronation period, this test system was beautiful and elegant. Where wearing a mask was mandatory. There was also extra vigilance at the test centers. Students are given the opportunity to take exams keeping a certain distance in compliance with the rules of coronation.


Besides, 429 students from eight other countries besides Bangladesh took part in the test. The nine centers outside the country were Riyadh, Jeddah, Doha, Tripoli, Dubai, Abu Dhabi, Oman, Bahrain and Athens in Greece.

এ ছাড়াও এসএসসি ফল প্রকাশকৃত আরো তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।Also stay tuned for more information on SSC results.


Post a Comment

0 Comments