Header Ads Widget

তিন ম্যাচ সিরিজের 2nd টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান (Bangladesh vs Pakistan)

তিন ম্যাচ সিরিজের 2nd টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান

Pakistan win to Bangladesh los in the 2nd T20 of the three-match series (Bangladesh vs Pakistan)

বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টি-টোয়েন্টি হাইলাইটস-Bangladesh vs Pakistan 2nd T20I Highlights -

 ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।(Serially Bangladesh lost to Pakistan by 7 wickets in the second T20 of the series.)

আর সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজেও হার টাইগারদের।(And with one match left, the Tigers also lost in the series.)


bangladesh vs pakistan 2021

বাংলাদেশ ক্রিকেটের জেন ঘোর অমানিশা নয়তো ঘরের মাঠে এমন খাবি কেন খাবে ব্যাটারা, বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে চলমান, দুই ওপেনার সাইফুল ও নাইম আবারও চূড়ান্ত ব্যর্থ দলীয় ৫ রানে সাজঘরে ফেরেন এই দুজন এমন হতাশায় শুরুর পরও আশার আলো ছড়িয়ে ছিল আফিফ শন্ত, শাহীন আফ্রিদিকে ছক্কা হাকিয়ে লড়াইয়ের আভাস দেন।(Bangladesh cricket's Zen Ghor Amanisha or why the batsmen will eat such khabi at home, the batting failure of the World Cup is going on in the home series against Pakistan, two openers Saiful and Naeem returned to the dressing room with the final failed team 5 runs. Afridi hit a six to give the fight a hint.)

তিন ম্যাচ সিরিজের 2nd টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান (Bangladesh vs Pakistan)
Bangladesh VS Pakistan


Look first T20 HIghlights 

পাওয়ার প্লেতে এই দুইজনের উপর ভর করে রান সংগ্রহ দাঁড়ায় 36 রান। লড়াইয়ের মত রান হবে এমনআশা যখন ডানা মেলতে শুরু করে তখনই আবারো এলোমেলো বাংলাদেশ, দুর্বল রিভার্স সুইপে আউট হন আফিফ। এরপর রিয়াদ নেমেও রিভার সুইফ খেলতে গিয়ে আউটের সংখ্যায় পড়েন। জীবন ফিরে পেলেও আসেনি কোন ব্যাট থেকে সাফল্য। তার ফেরার পর আসা-যাওয়ার মিছিল বড় হয় চোখজুড়ানো শর্ট খেলা শান্ত ফেরেন 40 করে। প্রথম ম্যাচে ব্যাট করা সোহান মেহেদী এ দিন হতাশ করেছেন, বড়োসড়ো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ইনিংস থামে মাত্র ১০৮ রানে। (Based on these two in the power play, the run collection stood at 36 runs. Afif got out in a random, weak reverse sweep again when the wings began to match the hope that the run would be like a fight. After that Riyadh went down to play River Swif and got out in the number of outs. Life came back but success did not come from any bat. After his return, the coming and going procession became bigger. Sohan Mehedi, who batted in the first match, was disappointed on this day.)


বাংলাদেশ বনাম পাকিস্তান, ২য় টি-টোয়েন্টি, শের-ই-বাংলা, ঢাকা থেকে হাইলাইটস(Bangladesh vs Pakistan, 2nd T20I, HIghlights From Sher-e-Bangla, Dhaka)

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে মোস্তাফিজের বলে দ্রুত বাবর আজমের উইকেট হারান পাকিস্তান। (In reply, Pakistan batted and lost the wicket of Babar Azam.)

পেইজে ভালো করেছেন  তাসকিন মুস্তাফিজ। তবে এত কম পুঁজিতে তা কার্যকর কিছু হয়নি। গ্যালারির দর্শকের সংস্পর্শে এসে ১৪ তম ওভারে উঠে যেতে হয় মোস্তাফিজকে তা না হলে হয়তো লড়াই টা আরো ভালো হতো।(Taskin Mustafiz has done well on the page. However, with so little capital, it did not work. Mostafiz had to come up in the 14th over after coming in contact with the spectators of the gallery, otherwise, the fight would have been better.)

দেখেশুনে ব্যাট করে পাকিস্তানকে জয়ের পথে রাখেন রেজওয়ান ও ফখর জামান।(Rezwan and Fakhar Zaman kept Pakistan on the path of victory by batting.)

রেজোয়ান ৩৯ করে আউট হলেও ফিফটি করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ফখর জামান, 2 উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।(Although Rezwan was dismissed for 39, Fakhar Zaman led the team to victory with a fifty, losing 2 wickets with 11 balls to spare.)

আর সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নেয় পাকিস্তান।(Pakistan won the series with one match in hand)

 আর সেই সাথে বাংলাদেশ ঘরের মাঠে হাতছাড়া হয়ে যায় সিরিজ জয়ের সম্ভাবনা।(And at the same time Bangladesh lost the possibility of winning the series at home.)

Post a Comment

0 Comments