Header Ads Widget

নিশ্চিত হয়ে গেছে এবারে সেমিফাইনালের চার দল।ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড VS ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান VS অস্ট্রেলিয়া(ICC T20 World Cup)

 নিশ্চিত হয়ে গেছে এবারে সেমিফাইনালের চার দল।ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড VS ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান VS অস্ট্রেলিয়া(ICC T20 cricket world cup)

It has been confirmed that this time four teams will reach the semi-finals.
নিশ্চিত হয়ে গেছে এবারে সেমিফাইনালের চার দল।ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

With two matches left in the group stage, the last four teams are confirmed. On Sunday, the match between Pakistan and Scotland was confirmed.


Pakistan ended the group stage with a bang. They became the champions by winning all the five matches of Group P-2. Their opponents Australia secured the semifinals by winning four of the five matches in Group-2.


 Group P-1 England had won four matches and had already reached the semi-finals. Despite losing to West Indies in the last match, the group finished best and ended the season due to high run rate.


 The start in New Zealand was very disappointing. They lost the first match to Pakistan. However, they turned around and secured the semifinals by winning four matches in a row.


England VS New Zealand will play in the first semi-final next Wednesday in Abu Dhabi. The next day Australia VS Pakistan will face in the second semifinal.


The final will be held on November 14 in Dubai

Translate Bangla

গ্রুপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় শেষের চার দল। আর রোববার ম্যাচেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তান VS স্কটল্যান্ড এর ম্যাচের মাধ্যমে কে কার প্রতিপক্ষ।

গ্রুপ পর্ব খুব দাপটের সাথেই শেষ করেছে পাকিস্তান। গুরুপ পর্ব -2 এর পাঁচটি ম্যাচে সবকটিতে জয়লাভ করে তারা চ্যাম্পিয়ন হয়। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব-2 এর পাঁচটি ম্যাচের মধ্য চারটিতে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেন।

 গুরুপ পর্ব-1 ইংল্যান্ড চারটি ম্যাচ জিতে মূলত আগেই একপা দিয়ে রেখেছিল সেমিফাইনালে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এর কাছে হারলেও রান রেট বেশি থাকার কারণে গ্রুপ সেরা হয়ে পর্ব শেষ করে।

 নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল খুবই হতাশাজনক। প্রথম ম্যাচে তারা হেরে বসে পাকিস্তানের কাছে।তবে এর পরেও তারা ঘুরে দাঁড়ান এবং টানা চারটি ম্যাচে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

আবুধাবিতে আগামী বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড VS নিউজিল্যান্ড। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া VS পাকিস্তান।

আর দুবাইয়ে আগামী 14 ই নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল

Post a Comment

0 Comments